প্রকাশিত: Mon, Feb 13, 2023 5:55 AM
আপডেট: Mon, Jan 26, 2026 12:27 PM

বৈজ্ঞানিক বিবর্তনবাদকে ছাত্রছাত্রীদের সনাতনধর্মীয় পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা জরুরি

পুলক ঘটক : বৈজ্ঞানিক বিবর্তনবাদকে ছাত্রছাত্রীদের সনাতনধর্মীয় পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা জরুরি। কারণ সনাতনধর্ম বিবর্তনে বিশ্বাস করে, সত্যকে স্বীকার করে। পৃথিবীর প্রথম পুরুষ মনু এবং প্রথম নারী শতরূপা এই তথ্য সনাতন ধর্মে স্বীকৃত নয়। ধর্মে যা নেই, ক্লাসের বইয়ে সে কথা ঢুকিয়ে ছাত্রছাত্রীদের মনে ভ্রান্ত বিশ্বাস চাপিয়ে দেয়া অনুচিত। ধর্ম বইয়ে বিবর্তনবাদ পড়ানোর মাধ্যমে ছাত্রছাত্রীদের সত্য চর্চা করতে শেখানো উচিত। কারণ সত্য চর্চাই সনাতন ধর্ম। 

মিথ্যার চর্চা ধর্ম নয়। আসলে সনাতন ধর্মগ্রন্থে পৃথিবীর প্রথম মানুষ বলতে এমন কোনো ব্যক্তি নেই। সৃষ্টির বিবর্তনের ধারাবাহিকতায় মানুষ এসেছে এবং মানুষের জ্ঞান-বিজ্ঞান বিকাশের ধারাবাহিকতায় সভ্যতা এসেছে। ছাত্রদের যুক্তি দিয়ে বিচার করতে শেখানো উচিত, বিজ্ঞানমুখী করা উচিত। লেখাপড়া শিখিয়ে গণ্ডমূর্খ জাতি গড়ার সর্বনেশে খেলা থেকে বেড়িয়ে এসো সরকার। সনাতন ধর্ম অনুযায়ী মনু-শতরূপা প্রথম মানব- মানবী একথা কেউ শাস্ত্র দিয়ে প্রমাণ করতে পারবেন না। লেখক: সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে